বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাতপরিচয় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১২ জুন) দিবাগত রাতে সদর উপজেলার ফতুল্লা থানার তক্কারমাঠ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, রাত আনুমানিক ২টার দিকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিয়াজুল হক দীপু জানান, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহতের নাম-পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।