শনিবার, ১০ মে ২০২৫

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত ।
নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আব্দুর রাজ্জাক নামে এক হেলপার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ট্রাকচালকও।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর পিটিআই মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার সময় চালকের সহকারী ট্রাকটি চালাচ্ছিলেন বলে নাটোর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

নিহত আব্দুর রাজ্জাক সদরের সুলতানপুর গ্রামের ফাইজুদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে নাটোর থানার ওসি মুনসুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে নাটোর থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬৮৪৪৮) রাজশাহী যাচ্ছিল।

পথে নাটোর পিটিআই মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খায়। এতে ট্রাকচালকের সহকারী আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই নিহত হন।

আহত চালক ইদ্রিস আলীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১