রবিবার, ১১ মে ২০২৫

অর্থপাচার মামলায় গোল্ডেন মনিরের জামিন মেলেনি

অর্থপাচারের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় স্বর্ণ ও গাড়ি ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে জামিন দেননি হাইকোর্ট।

তবে আগামী ৩ মাসের মধ্যে মামলার তদন্ত শেষ করতে সিআইডি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগেও এ বিষয়ে আরও সময় দিয়েছিলেন আদালত।

সোমবার (১১ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুদকার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

২০২০ সালের ২০ নভেম্বর রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণ ও গাড়ি ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় রাতভর অভিযান চালিয়ে অর্থ, অস্ত্র ও মাদকসহ তাকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার জব্দ করা হয়।

পরে গোল্ডেন মনির ও তার সহযোগীসহ ১০ জনের বিরুদ্ধে মুদ্রাপাচার প্রতিরোধ আইনে বাড্ডা থানায় মামলা করেন সিআইডির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১