বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার নিরব ৩ দিনের রিমান্ডে

গ্রেপ্তার নিরব

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালি ব্যাংকে ডাকাতির চেষ্টায় দায়ের মামলায় গ্রেপ্তার যুবক লিয়ন ওরফে নিরবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত এ আদেশ দেন।এ মামলার অপর দুই কিশোর আসামি আরাফাত ও সিফাত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আবেদন করেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এমএ কালাম খান।

রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, আসামিরা চুনকুটিয়া এলাকায় অবস্থিত রূপালি ব্যাংক জিনজিরা শাখায় ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে ১৬ লাখ টাকা লুট করার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয়রা ৯৯৯-এ পুলিশকে জানালে ব্যাংকটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।

এরপর সেনাবাহিনীর সদস্যরা এলে আত্মসমর্পণ করতে বাধ্য হয় আসামিরা। রিমান্ডে নেওয়া লিয়ন পেশায় গাড়িচালক। বাকি দুজনের একজন একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০