বৃহস্পতিবার, ১ মে ২০২৫

অনুরোধ না রাখায় অ্যাকাউন্টই বন্ধ করে দিল ফেসবুক

সাইবার হামলার আশঙ্কায় থাকা অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে ব্যবহারকারীদের ১৭ মার্চের মধ্যে ‘ফেসবুক প্রটেক্ট’ ফিচার চালুর অনুরোধ করেছিল ফেসবুক। এ জন্য মার্চের শুরুতে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের ই–মেইল বার্তা ও লিংকও পাঠিয়েছিল তারা। কিন্তু অনেকেই ফেসবুকের এ অনুরোধকে গুরুত্ব দেননি। কেউ আবার বার্তাটিকে স্প্যাম মেইলও ভেবেছিলেন। আর তাই ই–মেইল পেয়েও ‘ফেসবুক প্রটেক্ট’ ফিচার চালু না করা অ্যাকাউন্টগুলো ১৮ মার্চ বন্ধ করে দিয়েছে ফেসবুক।

সাইবার অপরাধীদের হামলার আশঙ্কায় থাকা বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও জনপ্রিয় ব্যক্তিদের অ্যাকাউন্টের নিরাপত্তা শক্তিশালী করতে ‘ফেসবুক প্রটেক্ট’ নামের এই নিরাপত্তা প্রোগ্রাম পরিচালনা করছে ফেসবুক। এরই মধ্যে বিভিন্ন দেশের প্রায় ১৫ লাখ অ্যাকাউন্টে এ নিরাপত্তা সুবিধা চালু রয়েছে। আরও বেশিসংখ্যক অ্যাকাউন্ট নিরাপদ রাখতেই নতুন করে ই–মেইল পাঠিয়েছিল তারা।

সাইবার হামলার চেষ্টা করা হয়েছে বা হতে পারে—এমন অ্যাকাউন্ট ব্যবহারকারী পেশাজীবীদের ‘ফেসবুক প্রটেক্ট’ ফিচার চালুর অনুরোধ করা হয়েছিল। বিষয়টি খোলাসা করতে ই–মেইল বার্তায় পরিষ্কারভাবে লেখা ছিল, ‘ফেসবুক প্রটেক্ট থেকে আপনার অ্যাকাউন্টের উন্নত নিরাপত্তা প্রয়োজন।’ ফেসবুকের পাঠানো ই–মেইল বার্তায় থাকা লিংকে ক্লিক করে ফিচারটি চালুর অনুরোধ করা হয়েছিল। কিন্তু ফেসবুক ডটকমের বদলে security@facebookmail.com ঠিকানা থেকে বার্তা পাঠানোর কারণে অনেকেই এটিকে গুরুত্ব দেননি।

বন্ধ করা অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারলেও ফেসবুকের পাঠানো একটি বার্তা দেখা যাচ্ছে। অ্যাকাউন্ট বন্ধের কারণ জানানোর পাশাপাশি পুনরায় চালুর পদ্ধতিও তুলে ধরা হয়েছে বার্তাটিতে। তবে অনেকেই অভিযোগ করেছেন, বার্তায় দেখানো পদ্ধতি অনুসরণ করেও অ্যাকাউন্ট চালু করা যাচ্ছে না। কেউ আবার ফেসবুকের কাছ থেকে ই–মেইল না পেলেও অ্যাকাউন্ট বন্ধের অভিযোগ করেছেন। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ফেসবুক।

সূত্র: দ্য ভার্জ

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১