রবিবার, ৪ মে ২০২৫
লোকালয় থেকে অজগর উদ্ধার ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাঝেরগাঁও গ্রামের একটি ক্ষেতের জমি থেকে অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টায় এ অজগরটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়। বর্তমানে অজগরটিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর এটিকে অবমুক্ত করা হবে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানিয়েছেন, রাত ১০টার দিকে ফোনে জানতে পারেন শ্রীমঙ্গলের মাঝেরগাঁও গ্রামের ফসলি জমিতে একটি অজগর পড়ে আছে। সেটি মাঝেমধ্যে নড়াচড়া করছে। খবর পেয়ে দ্রুত ছুটে যান মাঝেরগাঁও গ্রামে। স্থানীয় লোকজনের উপস্থিতিতে অজগরটি উদ্ধার করে রাতেই বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয়। বর্তমানে অজগরটি এখানেই রয়েছে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তাকে বন বিভাগের সহায়তায় অবমুক্ত করা হবে।
স্বপন দেব সজল জানিয়েছেন, অজগরটি লম্বায় ১০ ফুট। আর তার ওজন ১৩ কেজি হবে। তিনি বলেন, বন জঙ্গলে খাদ্য সংকট দেখা দেওয়ায় এসব বন্যপ্রাণী লোকালয়ে বেরিয়ে আসছে।
উল্লেখ্য, গত এক মাসে ১০টি অজগর সাপ বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়।