শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫

সাপের ছোবলে ঘুমিয়ে থাকা এক কলেজছাত্রের মৃত্যু

সাপের ছোবলে ঘুমিয়ে থাকা এক কলেজছাত্রের মৃত্যু
রাজশাহীর বাগমারায় বিষাক্ত সাপের ছোবলে শুভ পাল (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘুমিয়ে থাকা অবস্থায় শুভকে বিষাক্ত সাপে ছোবল দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজনকে জানায় সে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুভ পাল উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা পালপাড়া গ্রামের সন্দ্বীপ পালের ছেলে এবং শুভ বীবকুৎসা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

বাগমারায় একের পর এক বিষাক্ত সাপের ছোবলে গত এক সপ্তাহে ৩ জনের মৃত্যু হয়েছে। সাপের ছোবলে লোকজনের মৃত্যু হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো সুচিকিৎসা নেই বলে অভিযোগ স্থানীয়দের।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭