শুক্রবার, ৯ মে ২০২৫

শ্রীমঙ্গলে যুবক খুন, আটক ১

মৌলবীবাজারের শ্রীমঙ্গলে শরিফ নামে এক ব্যক্তি হত্যার প্রায় ৩১ ঘণ্টা পর জড়িত সন্দেহে সজীব নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১৯ জুলাই) ভোর ৪টায় শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালেক।তিনি জানান, শনিবার (১৭ জুলাই) রাতে শ্রীমঙ্গল কলেজ রোডের পাশে রাস্তার ওপর শরিফ নামের এক যুবককে ছুরিকাঘাতে মারাত্মক আহত করে ফেলে যাওয়া হয়। এ সময় ছুরিকাঘাতে আহত শরিফ মৃত্যু যন্ত্রণায় মাটিতে পড়ে ছটফট করছিল। সে উপস্থিত লোকজনের কাছে তার বন্ধু সজীব ছুরিকাঘাত করে বলে জানায়। পরে পুলিশ এসে তাকে মুমূর্ষু অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় শরিফ পুলিশের কাছেও একই তথ্য জানায়। একপর্যায়ে প্রচণ্ড রক্তক্ষরণে শরিফ মারা যায়।

এদিকে ঘাতক সজীবকে আটক করতে ওই রাতেই পুলিশ তার বাড়ি ও বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে আজ ভোর ৪টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।

পুলিশ মূল ঘটনা জানতে সজীবকে জিজ্ঞাসাবাদ করছে। তবে এখন পর্যন্ত তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

সূত্রঃ সময় নিউজ

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১