শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার (২৮ আগস্ট) সকাল ৬টা থেকে রোববার (২৯ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রোববার (২৯ আগস্ট) ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে ২৮ হাজার ৪৫৫ পিস ইয়াবা, ২২৮ গ্রাম ৯৬ পুরিয়া হেরোইন, ৩৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৩১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।