রবিবার, ১১ মে ২০২৫
রাজধানীর কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকায় একটি বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। তবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
শনিবার (২৪ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. জসিম উদ্দিন।
তিনি জানান, খবর পেয়ে কামরাঙ্গীরচর নয়াগাঁও ৩ নম্বর রোডের একটি বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে হয়েছে। তবে তাদের হত্যা করা হয়েছে না কি আত্মহত্যা করেছেন তাৎক্ষণিক তা জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে, খবর পেয়ে থানা পুলিশ, র্যাব ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইমসিন ঘটনাস্থলে গেছে। সেখান থেকে আলামত সংগ্রহ করছে বলে জানা গেছে।