বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
রংপুরের মিঠাপুকুরে নদী থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মিলনপুর ইউনিয়নের ঘিল্লাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, ঘিল্লাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। মনে করা হচ্ছে মরদেহটি উজান থেকে ভেসে এসেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।