বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

রংপুর গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৪২৭

রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন মারা গেছেন। একই সঙ্গে ২ হাজার ২০১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪২৭ জনের। সুস্থ হয়েছেন ৫০১ জন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৩ দশমিক ১৩। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ১৫ জন মারা যান। মৃত ব্যক্তিদের মধ্যে রংপুর ও ঠাকুরগাঁও জেলায় সর্বোচ্চ ছয়জন করে; দিনাজপুরে দুজন এবং নীলফামারীতে একজন আছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন ১৫ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৮। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩০০ জন, রংপুরের ২৫২ জন, ঠাকুরগাঁওয়ের ২১০ জন, পঞ্চগড়ের ৬৬ জন, নীলফামারীর ৭৭ জন, লালমনিরহাটের ৫৭ জন, কুড়িগ্রামের ৫৯ জন ও গাইবান্ধার ৫৭ জন।

এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১