শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলমান লকডাউনে উপজেলা প্রশাসন সেনাবাহিনীর ও পুলিশের সহযোগিতায় উপজেলার পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৮ টি মামলায় ১৩৬৫০ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার(২৭জুলাই)উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃসাইফুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও পুলিশের সহযোগিতায় সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচাল করা হয়।
করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে সরকারি বিধি নিষেধ অমান্য করার দায়ে ২৮ মামলায় জরিমানা করা হয়েছে। উপজেলায় সকাল থেকে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী তৎপরতা লক্ষ করা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন মাঠে তৎপর রয়েছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।