বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় থাইল্যান্ডের চিকিৎসক দল

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় থাইল্যান্ডের চিকিৎসক দল

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় এগিয়ে এসেছে থাইল্যান্ডের একটি চিকিৎসক দল।

বুধবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে চিকিৎসাধীন রোগীদের পরামর্শ ও সেবা দেয় এই বিদেশি চিকিৎসক দল।

এদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের জুলাই মাসে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধা দিতে ব্যাংককের ভেজথানি হাসপাতাল আগ্রহ প্রকাশ করে। সে মোতাবেক, থাইল্যান্ড থেকে ৩ জন চিকিৎসকসহ ৬ সদস্যের একটি দল বাংলাদেশে এসে নিটোর ও নিউরোসায়েন্সেস হাসপাতালে দিনব্যাপী সেবা প্রদান করে।

নিটোর পরিচালক ডা. কাজী শামীম উজজামান বলেন, থাইল্যান্ড থেকে আসা চিকিৎসক দল আমাদের হাসপাতালে চিকিৎসাধীন ৫৭ রোগীর মধ্যে ১৫ জন গুরুতর আঘাতপ্রাপ্ত রোগীর স্নায়ু এবং জয়েন্টের ক্ষতির ওপর বিশেষ মনোযোগ দিয়েছেন। চিকিৎসক দলের পরিকল্পনা অনুযায়ী কিছু রোগীর ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, তবে ৪ সপ্তাহ পর্যবেক্ষণের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের যুগ্ম পরিচালক ডা. মো. বদরুল আলম জানান, থাইল্যান্ডের চিকিৎসক দল গুরুতর আহত ৭ জন রোগীকে পর্যবেক্ষণ করেছে। আগামীকাল তারা প্রত্যেক রোগীর জন্য বিস্তারিত প্রতিবেদন প্রদান করবেন। সামগ্রিকভাবে তারা আমাদের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০