বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
ডাক্তার পদবি ব্যবহারসংক্রান্ত আইন ও জনস্বাস্থ্যবিরোধী ২৭৩০/২০১৩ রিট নিষ্পত্তি এবং নূন্যতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্তরা ব্যতীত অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে না পারার আইন কার্যকরের দাবি জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়েরব (ঢাবি) রাজু ভাস্কর্য প্রাঙ্গণে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ’- এর উদ্যোগে আয়োজিত ‘চিকিৎসক-জনতার প্রতিবাদ সভা’ শীর্ষক কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
চিকিৎসকদের দাবি, ডাক্তার পদবি ব্যবহারসংক্রান্ত আইন ও জনস্বাস্থ্যবিরোধী ২৭৩০/২০১৩ রিট অনতিবিলম্বে নিষ্পত্তি করতে হবে এবং ‘নূন্যতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্তরা ব্যতিত অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না’ বিদ্যমান এই আইন কার্যকর করতে হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, স্বাস্থ্যসেবা প্রদানের জন্য পৃথিবীজুড়ে চিকিৎসকদের চিকিৎসা কর্মে সহায়তা করার জন্য অ্যালাইড হেলথ প্রফেশন আছে। যেখানে নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, মিডওয়াইফারি, বিভিন্ন কারিগরি বিষয় সংশ্লিষ্ট টেকনোলজিস্টসহ নির্দিষ্ট কিছু জনশক্তি রয়েছে যারা নির্দিষ্ট কর্ম বাস্তবায়ন করে থাকেন। প্রত্যেকের উচিত তার নিজস্ব অবস্থানের স্বকীয়তা বজায় রেখে নির্ধারিত কাজ বাস্তবায়ন করা। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যদি দাবি করেন তারা ডাক্তার, নার্স যদি দাবি করেন তারা ডাক্তার, ফিজিওথেরাপিস্টসহ অন্যান্য টেকনোলজিস্টরা যদি দাবি করেন তারা ডাক্তার তাহলে তো পুরো স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়বে।