বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে রজব নামে তার এক সহযোগীকে। তিনি সম্পর্কে মেয়রের শ্যালক। ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন থেকে শুক্রবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল মুক্তারকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মেয়রকে নিয়ে যাওয়া হয় বাঘা থানার আড়ানীতে তার নিজ বাড়িতে। সেখানে তল্লাশি চালায় পুলিশ।
গত ৭ জুলাই তার বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করেছিল রাজশাহী জেলা পুলিশ।
ওই অভিযানে মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকেই মেয়র মুক্তার আলী পলাতক ছিলেন।।