চলতি বছরে ২০২৫ সালের মেডিকেল কলেজসমূহে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর শুক্রবার । সারাদেশে একযোগে দেশের ১৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১ লাখ ২২ হাজার ৬৩২ জন পরীক্ষার্ধী অংশ নিচ্ছে। এর মধ্যে দিনাজপুর মেডিকেল কলেজ কেন্দ্রের অধীনে মোট ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। দিনাজপুর মেডিকেল কলেজ কেন্দ্র ও সরকারী মহিলা কলেজ, দিনাজপুর উপকেন্দ্রে ১২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১ টা ১৫ মিনিট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিরাপদ ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের জন্য কেন্দ্রসমূহে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও আর্চওয়ে স্থাপন করে নিরাপত্তাব্যবস্থা তদারকির ব্যবস্থাও রাখা হয়েছে। কেন্দ্রদুটিতে পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে প্রবেশ করতে হবে। কোনরূপ ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবেনা। সড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়াও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে কোচিং সেন্টার ও ফটোকপি মেশিনের দোকান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এবিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে কেন্দ্রসমূহে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। সেইসাথে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুরবাসী, সকল অভিভাবক ও শিক্ষার্থীসহ আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তা চেয়েছেন তিনি।