বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

বিত্তবানরা সমাজসেবায় এগিয়ে এলে জনপদ উন্নত হবে : ব্যারিস্টার খোকন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিত্তবানরা সমাজসেবায় এগিয়ে এলে জনপদ উন্নত হবে। এতিমখানা ও ট্রাস্টি প্রতিষ্ঠানগুলো সমাজের অবহেলিতদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে। ফলে সমাজের অসহায় ও অবহেলিতরাও শিক্ষিত হয়ে ওঠে।

শুক্রবার (৬ ডিসেম্বর) নোয়াখালীর চাটখিলে মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর গ্রামে ব্যারিস্টার মনির হোসেন কাজল এতিমখানা ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপজেলার পরানপুর গ্রামে ব্যারিস্টার মনির হোসেন কাজল এতিমখানা ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রাস্টের প্রতিষ্ঠাতা, ঢাকা সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও নোয়াখালী জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মনির হোসেন কাজল।

আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা জজ আদালতের জিপি অ্যাড. মোহাম্মদ নুরুল আমিন, এজিপি অ্যাড. জাহাঙ্গীর হোসাইন, অ্যাড. মিয়া মাসুদ সিরাজী, অ্যাড. রতন চন্দ্র মজুমদার, অ্যাড. আজগর আলী আরজু, অ্যাড. আব্দুল বাসিত, চাটখিল পৌর বিএনপি সদস্যসচিব আহসানুল হক মাসুদ, যুগ্ন আহবায়ক শাজাহান খান সাজু, সোনাইমুড়ি উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মোজাম্মেল হোসেন, মহিলাবিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস আনিসা, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম আহ্বায়ক তারেক আজিজ শিপন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু, ছাত্রদলের নেতা শাহাদাত হোসেন মুরাদ ও ওমর ফারুক প্রমুখ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১