বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

সদরঘাট থেকে গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সদরঘাট থেকে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

রাজধানীর সদরঘাট এলাকা থেকে গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ। বুধবার (০৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- মো. মেহেদী শেখ (২৪), মো. রাজু সিকদার (২২) এবং স্বপন গাজী (২৪)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ২৪০০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, সদরঘাট টার্মিনালের ৪নং গেট এলাকার টোল আদায়ের সিঁড়ির নিচে কয়েকজন মাদক কারবারি গাঁজাসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশের টহল দল। অভিযানে উল্লিখিত তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

কোতোয়ালি থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তাররা ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সদরঘাট এলাকায় বিক্রি করত। গ্রেপ্তারদের কোতোয়ালি থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১