বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
বিশ্বের প্রায় সাড়ে ১২ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘পুষ্পা টু’ সিনেমাটি নিয়ে দর্শকদের উত্তেজনার শেষ নেই। তবে মুক্তির এক ঘণ্টার মধ্যেই একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে এটি। পাইরেসির কবলে পড়া এই সিনেমা নিয়ে চলছে তুমুল আলোচনা, যা সিনেমাটির সংশ্লিষ্টদের উদ্বেগও বাড়িয়ে দিয়েছে।
সুকুমার পরিচালিত তেলেগু সিনেমা ‘পুষ্পা-টু’ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে। আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানার অভিনীত এ সিনেমাটি ছিল বহুল প্রতীক্ষিত। তবে মুক্তির পরপরই সিনেমাটি পাইরেসির শিকার হয়।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সিনেমাটি টরেন্টো এবং পাইরেসি সাইটগুলোতে ফাঁস হয়েছে। মুভিরুলস, তামিলরকার্স, ফিল্মিজিলা, তামিলযোগী, তামিলব্লাস্টার, বলিউডসহ বেশ কিছু সাইটে ‘পুষ্পা-টু’ সিনেমা পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটে সিনেমাটি এইচডি কোয়ালিটিতে পাওয়া যাচ্ছে বলেও যানা যায়। এতে করে বিনামূল্যেই ডাউনলোড করে দেখার সুযোগও তৈরি হয়েছে, যা নির্মাতাদের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মনে করছেন নির্মাতারা।
এর আগে সিনেমাটির ট্রেইলার মুক্তির পরই দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। ২ মিনিট ৪৮ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলার-এ পুষ্পা রাজ চরিত্রে আল্লু অর্জুনের দৃঢ় উপস্থিতি এবং শ্রীবল্লি চরিত্রে রাশমিকা মান্দানার অভিনয় ভক্তদের মুগ্ধ করে।
সিনেমাটির অন্যতম আকর্ষণ জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল, যিনি প্রথম সিনেমার মতো এবারও এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতারা জানিয়েছেন, প্রথম সিনেমার তুলনায় দ্বিতীয়টি আরও চমকপ্রদ।
‘পুষ্পা : দ্য রাইজ’-এর বাজেট ছিল প্রায় ২৫০ কোটি রুপি। এদিকে ‘পুষ্পা-টু’এর বাজেট প্রায় ৫০০ কোটি ভারতীয় রুপি, যা প্রথম পর্বের তুলনায় দ্বিগুণ। বিশ্লেষকরা মনে করছেন, সিনেমাটি বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করতে পারে।
তবে পাইরেসির কারণে আয় কমার আশঙ্কায়ও রয়েছেন নির্মাতারা। এ ঘটনার পর তারা পাইরেসি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
‘পুষ্পা-টু’ সিনেমার বক্স অফিস সাফল্যের জন্য যেখানে নির্মাতা ও দর্শকরা অপেক্ষা করছেন, সেখানে পাইরেসি ইন্ডাস্ট্রির জন্য বড় ধাক্কা হতে পারে। তবুও সিনেমাটি যে আল্লু অর্জুনের ক্যারিয়ারের আরেকটি মাইলফলক হতে যাচ্ছে, তা বলাই যায়।