বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

গণঅভ্যুত্থানে গুলিতে আহত কাজলকে নেওয়া হলো থাইল্যান্ডে

গণঅভ্যুত্থানে গুলিতে আহত কাজলকে নেওয়া হলো থাইল্যান্ডে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিতে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী মো. কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে। রোববার (১৭ নভেম্বর) গভীর রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে থাইল্যান্ডে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের (নিনস) সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু।তিনি জানান, তিন মাস ধরে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন থাকাবস্থায় ধীরে ধীরে কাজলের শারীরিক অবস্থার উন্নতি হলেও তার বাঁ হাত ও পা পুরোপুরি অচল হয়ে যায়। রোববার রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে। বর্তমানে তাকে আইসিউতে রাখা হয়েছে।

এর আগে গত শনিবার (১৬ নভেম্বর) আহত কাজলকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানোর কথা জানিয়েছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সেদিন হাসপাতালে চিকিৎসাধীন কাজলকে দেখতে গিয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা জানিয়েছিলেন তিনি।

ওই সময় স্বাস্থ্যের সহকারী উপদেষ্টা অধ্যাপক সায়েদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক আবু জাফর ও জাতীয় নাগরিক কমিটির নেতা ডা. আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জুলাইয়ের গণবিপ্লবে গত ৫ আগস্ট আহত হন কাজল। যাত্রাবাড়ীতে আবু সাঈদের মতো দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন তিনি। পুলিশের গুলিতে লাগে তার মাথায়। এরপর থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে (নিনস) চিকিৎসাধীন ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০