বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

জাতীয় ঐকমত্য ছাড়া সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না

জাতীয় ঐকমত্য ছাড়া সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না

বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, বিদেশে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপনের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় অন্তর্বর্তী সরকারকে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। অবশ্য জাতীয় ঐকমত্য ছাড়া কোনো সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘আইবি টিভি ইউএসএ, নিউইয়র্ক সময় এবং কালার্স’-এর যৌথ উদ্যোগে ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠাসহ গত তিন মাসে তেমন কিছুই করতে পারেনি। তাদের গঠিত সংস্কার কমিটিও কারো সঙ্গে কোনো আলাপ-আলোচনা করেনি। জাতীয় ঐকমত্য ছাড়া কোনো সংস্কার সরকার চাপিয়ে দিতে পারবে না। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তির জন্য লড়াই করতে গিয়ে আবু সাঈদ ও মুগ্ধরা বীরোচিত অবদান রেখে গেছেন। তেমনি প্রবাসীরা যারা সর্বস্ব হারিয়েছেন, তাদের প্রত্যেকের স্বাচ্ছন্দ্যে চলার জন্য সরকারকে ব্যবস্থা করতে হবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০