বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ভিন্নরকম গল্পে আসছে খুনসুটি

ভিন্নরকম গল্পে আসছে ‘খুনসুটি

বর্তমানে দেশের নাটক ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। গল্পেও এসেছে ভিন্নতা। শুধু প্রেমের গল্প বা কমেডিতেই সীমাবদ্ধ থাকতে চান না নির্মাতারা। সেই ধারাবাহিকতায় নির্মাতা জুবায়ের ইবনে বকরের রচনা ও পরিচালনায় ১৪ নভেম্বর ইউটিউব চ্যানেল বিন্দু ভিশনে প্রকাশ পেতে যাচ্ছে নতুন নাটক ‘খুনসুটি’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী তানজিন তিশা।

এ নাটকের শুটিং হয়েছে পুরান ঢাকার নারিন্দায়। এর গল্প এগিয়ে যাবে একটি কুস্তি পরিবারকে কেন্দ্র করে।

নাটকটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা জুবায়ের ইবনে বকর। শুরুতেই গল্প নিয়ে তিনি বলেন, “‘খুনসুটি’ নাটকের গল্প একেবারই আলাদা আঙ্গিকে সাজানো হয়েছে। যেখানে পরিবারের গল্প, আবেগ ও ভালোবাসা থাকবে। এ ছাড়া কুস্তি খেলার বড় একটি অংশ থাকবে। যে খেলা কেন্দ্র করেই এগিয়ে যাবে নাটকের গল্প। এর মধ্যে প্রেমের গল্পও থাকবে। আশা করছি এ নাটকেই দর্শক সিনেমার স্বাদ পাবে। যার ধারণা আমরা এরই মধ্যে এর প্রোমো প্রকাশের মাধ্যমে দর্শকদের দিয়েছি।”

এরপর অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন নির্মাতা। বললেন, ‘তানজিন তিশার মতো দুর্দান্ত একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারা অবশ্যই আনন্দের। সেটে তিনি নিজের চরিত্রের ব্যাপারে যেমন সিরিয়াস থাকেন, তেমনই একটি কাজ ভালো হওয়ার জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দেন। অভিনয়ের ক্ষেত্রে তার কোনো কম্প্রোমাইজ নেই। তিনি কঠোর পরিশ্রমী একজন অভিনেত্রী। এরপর খায়রুল বাসারের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা বলতে গেলে এক কথায় বলব, তাকে যে কোনো চরিত্রের জন্য নিশ্চিন্তে কাস্ট করা যায়। তিনি ভার্সেটাইল। তাই দুজনের সঙ্গেই কাজের অভিজ্ঞতা দারুণ।’

খায়রুল বাসার ও তানজিন তিশা ছাড়া এ নাটকে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, শেলী আহসান, সিয়াম নাসির, জাহিদ ইসলাম, ফাতেমা হীরাসহ আরও অনেকে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০