বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সোনাগাজীতে জিয়া মঞ্চের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী 

মুহাম্মদ নোমান :

১৯৭৫ সালের ‘সৈনিক-জনতা অভ্যুত্থান’ স্মরণে সোনাগাজীতে জিয়া মঞ্চের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার বিকেলে সোনাগাজী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে র‌্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হন। 

উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ডাঃ নুর করিমের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় জিয়া মঞ্চেরে যুগ্ম-সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন বাবর, মাষ্টার সিরাজুল ইসলাম বিএসসি, উপজেলা জিয়া মঞ্চের সদস্য নুরুল আমিন, মোশারফ হোসেন সবুজ প্রমুখ। 

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জিয়া মঞ্চের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা বলেন, বর্তমান প্রজন্ম বিপ্লবী ও সংহতি দিবস সম্পর্কে একদমই অবগত না তার কারন বিগত আওয়ামী সরকার বিএনপির কোন দিবস কোন অনুষ্ঠান প্রকাশ্যে করতে দেয়নি এবং পাঠ্য পুস্তুকে শহীদ জিয়ার অবদানের কোন বিষয় তারা রাখেনি। তাই বর্তমান প্রজন্মর মধ্যে বিপ্লবী ও সংহতি দিবস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০