বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সম্মেলন শেষে ময়লা-আবর্জনা পরিষ্কার করলেন তাবলিগ অনুসারীরা 

সম্মেলন শেষে ময়লা-আবর্জনা পরিষ্কার করলেন তাবলিগ অনুসারীরা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামায়াতের মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারী ও কওমিপন্থি আলেম-উলামাদের ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে আসা লোকজনের ভিড় জমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসের সবখানে। এসময় অবস্থানকালে তাদের অনেকেই যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললেও স্থান পরিত্যাগ করার আগে তাবলীগের অনুসারীরা পরিষ্কার করেও গেছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করেন তারা।

পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকারীরা জানান, সম্মেলনে বিশাল সংখ্যক জমায়েত হওয়ায় প্রাথমিকভাবে আমরা সুষ্ঠু পরিচালনা করতে পারিনি। তবে সম্মেলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরে থাকা পলিথিন, কাগজ, বোতলসহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি।

‘দ্য বিউটি অব ডিইউ ক্যাম্পাস’ নামক এক ফেসবুক পেইজ থেকে পরিষ্কার-পরিচ্ছনতার ছবি পোস্ট করে ক্যাপশনে বলা হয়, ‘সেন্ট্রাল লাইব্রেরি, টিএসসি, কলাভবন, কার্জনহল ও এর আসে পাশের এলাকা পরিষ্কার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলিগের সাথীরা’।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০