বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
বিএনপি আগামী ৮ নভেম্বর রাজধানীতে দেশের ইতিহাসে স্মরণকালের সেরা র্যালি করতে চায় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের নতুন আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, ৮ নভেম্বরের বর্ণাঢ্য র্যালি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। থানা, ওয়ার্ড ও ইউনিটের সকল পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালি সফল করতে হবে। ওইদিন কেউ ঘরে বসে থাকবেন না।
মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির সাংগঠনিক যৌথসভায় সভাপতির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করবে বিএনপি।
আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে নিরলস পরিশ্রমের মাধ্যমে সংগঠনকে ধরে রেখেছেন। আজকে দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ওপরে বিশ্বাস ও আস্থা রেখে আমাদের কমিটি দিয়েছেন। আমরা প্রত্যেকেই ঈমানি দায়িত্ব মনে করে তা পালন করবো, ইনশাআল্লাহ। আমরা সকলেই পরিপূর্ণ সততা ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করবো। দলের সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো।