বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

মাইক্রোবাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে আহত ৯

মাইক্রোবাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে আহত ৯

মাদারীপুরের ডাসারে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মাইক্রোবাস-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে দুই চালকসহ ৯ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) রাতে উপজেলার কাঁঠালতলা বাজারের চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে কাঁঠালতলা বাজারের চৌরাস্তা মোড় দিয়ে দক্ষিণ দিকে যাওয়ার সময় বিপরীতগামী আরেকটি যাত্রীবাহী মাহিন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্র ও মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়।

এ ঘটনায় মাইক্রোবাস চালক মো. রায়হান (৩০), মাহিন্দ্রচালক লোকমান (৩৭) ও মো. হোসেনসহ (৪২) ৯ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয় স্থানীয় প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, ‘মাইক্রোবাস ও মাহিন্দ্রের মুখোমুখির সংঘর্ষের ঘটনায় যারা আহত হয়েছে, তাদের অনেককে আমি চিনি না। তবে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

স্থানীয় বাসিন্দা তুহিন মৃধা জানান, চৌরাস্তা মোড়ে রাস্তার ওপর বালু রাখা ছিল, দ্রুতগতিতে রাস্তার দুপাশ থেকে যাত্রীবাহী মাইক্রোবাস ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

ডাসার থানার ওসি মাহমুদুল হাসান কালবেলাকে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০