মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংস্কারকাজ শেষ করুন : ডা. তাহের

অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংস্কারকাজ শেষ করুন : ডা. তাহের

সরকারকে উদ্দেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংস্কারকাজ শেষ করুন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করুন। অপরাধীদের বিচার শুরু করুন। ঢিলেঢালাভাবে কাজ করলে আপনাদের সঠিক ট্রেন মিস করার সম্ভাবনা রয়েছে। জনগণ ভারতের কোনো ষড়যন্ত্র মেনে নেবে না।

রোববার (২০ অক্টোবর) রাতে কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয় মাঠে কাশিনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, আ.লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতির মহাসাগরে পরিণত করেছে। তারা দুর্নীতি করে কানাডায় বেগমপাড়ায় জমিয়েছে। হত্যা, জেল-জুলুম ও নির্যাতনের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি করে শত শত মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে স্বৈরাচার আ.লীগ পালিয়ে গেছে।

এতে প্রধান আলোচক ছিলেন ড. আবুল কালাম আজাদ বাশার। কুমিল্লা মেডিকেল সেন্টারের পরিচালক ডা. ফজলুর রহমান মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন।

কাশিনগর সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি মাওলানা মহসিন কবির ও সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ আলমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, কুমিল্লা মহানগর জামায়াতের সহ সেক্রেটারি মাহবুবুর রহমান, ড. মোস্তফা হোসাইন শাহীন আজহারী, আলহাজ মাওলানা আবুল কালাম প্রমুখ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১