মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ছাত্রদের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছাত্রদের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে কুমিল্লার বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ আগস্ট) বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। এর আগে ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়। ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিআরও শরীফ মাহমুদ অপুর বাবা।

পুলিশ জানায়, ৫ আগস্ট আন্দোলনে হামলার ঘটনায় জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা হয়। মামলা দায়েরের পর থেকে জয়নাল আবেদীন আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে রোববার তার নিজ বাড়িতে অভিযান চালায় থানা-পুলিশের একটি দল। অভিযানে জয়নাল আবেদীন চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, গ্রেপ্তারের পর আসামিকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১