মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা কিশোর গ্রেফতার….

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ মো. সোহেল নামের এক রোহিঙ্গা কিশোরকে গ্রেফতার করেছে কক্সবাজার র‌্যাব-১৫। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর রাতে রাজাপালং ইউনিয়নের ফলিয়া পাড়া রাস্তার মাথা এলাকা থেকে রোহিঙ্গা কিশোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রোহিঙ্গা কিশোর হলেন কুতুপালং রেজিস্টার ক্যাম্পের সি-ব্লকের নবী হোসেনের ছেলে মো. সোহেল (১৭)।কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের উখিয়া বাজারের দক্ষিণ ষ্টেশন এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার সময় র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আভিযানিক দল উখিয়া বাজারের দক্ষিণ ষ্টেশনে ফলিয়া পাড়া রাস্তার মাথায় পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে কিশোর মো. সোহেলকে (১৭) গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), ১ রাউন্ড ১২ বোরের (শর্টগানের) কার্তুজ উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতার আসামি জোরপূর্বক বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক। সে উখিয়া সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ অস্ত্র-গুলি সংগ্রহ করে এ সকল অবৈধ অস্ত্র তার হেফাজতে রেখে স্থানীয় এলাকায় বিভিন্ন সন্ত্রাসীদের নিকট বিক্রয় করতো বলে জানায়।উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে।

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ মো. সোহেল নামের এক রোহিঙ্গা কিশোরকে গ্রেফতার করেছে কক্সবাজার র‌্যাব-১৫। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর রাতে রাজাপালং ইউনিয়নের ফলিয়া পাড়া রাস্তার মাথা এলাকা থেকে রোহিঙ্গা কিশোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রোহিঙ্গা কিশোর হলেন কুতুপালং রেজিস্টার ক্যাম্পের সি-ব্লকের নবী হোসেনের ছেলে মো. সোহেল (১৭)।কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের উখিয়া বাজারের দক্ষিণ ষ্টেশন এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার সময় র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আভিযানিক দল উখিয়া বাজারের দক্ষিণ ষ্টেশনে ফলিয়া পাড়া রাস্তার মাথায় পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে কিশোর মো. সোহেলকে (১৭) গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), ১ রাউন্ড ১২ বোরের (শর্টগানের) কার্তুজ উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতার আসামি জোরপূর্বক বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক। সে উখিয়া সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ অস্ত্র-গুলি সংগ্রহ করে এ সকল অবৈধ অস্ত্র তার হেফাজতে রেখে স্থানীয় এলাকায় বিভিন্ন সন্ত্রাসীদের নিকট বিক্রয় করতো বলে জানায়।উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১