মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ফুলবাড়ীতে ঊষা’র যুগপৎ আয়োজন- ‘ঊষা গণিত অলিম্পিয়াড’ ও ‘ঊষা আইসিটি অলিম্পিয়াড’

ফুলবাড়ীতে ঊষা'র যুগপৎ আয়োজন- 'ঊষা গণিত অলিম্পিয়াড' ও 'ঊষা আইসিটি অলিম্পিয়াড'

আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

‘আত্মার বন্ধনে প্রত্যাশা বহুদূর’, এই স্লোগানকে ধারণ করে ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন (ঊষা) এর উদ্যোগে কাশীপুর ডিগ্রী কলেজে যুগপৎভাবে আয়োজিত হলো ‘ঊষা গণিত অলিম্পিয়াড-২০২৩’ ও ‘ঊষা আইসিটি অলিম্পিয়াড-২০২৩’।উল্লেখ থাকে যে, ‘ঊষা’ ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের সংগঠন।জন্মলগ্ন থেকেই ঊষা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কাজে অগ্রগামী সংগঠন হিসেবে কাজ করে আসছে।তারই ধারাবহিকতায়, শিক্ষামূলক কাজের অংশ হিসেবে স্কুল পড়ুয়া নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো ঊষা গণিত অলিম্পিয়াড এবং একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের নিয়ে আয়োজিত হলো ঊষা আইসিটি অলিম্পিয়াড।ঊষার সদস্যবৃন্দ, ইউনিয়নের সম্মানিত শিক্ষকবৃন্দ ও শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে অলিম্পিয়াড আয়োজন হয় প্রাণবন্ত।একইদিনে অলিম্পিয়াড বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঊষার কর্মসূচি এবং কর্মপরিকল্পনা নিয়ে ঊষা সভাপতি মোহসিনা সরকার মিথিলা বলেন, ‘আমরা চাই উদ্দীপনা ছড়াতে, আলোকিত মানুষ তৈরি হোক।ইউনিয়নের অধিক সংখ্যক শিক্ষার্থী দেশসেরা সব প্ল্যাটফর্মে আসুক।এবং ভবিষ্যতে আমরা শিক্ষামূলক কার্যক্রমের বাইরেও অনেক কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।’

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১