মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

তাড়াইলে পাগলা শেয়ালের আতঙ্কে জনজীবন

তাড়াইলে পাগলা শেয়ালের আতঙ্কে জনজীবন

আল-মামুন খান, তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে গত কয়েকদিন ধরে একটি পাগলা শেয়ালের কামড়ে অন্তত ১০ টি গরু ও ৬ টি ছাগলসহ ১ জন আহত হয়েছেন। এতে করে এলাকায় শেয়াল আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ৮ টার দিকে তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের শাহরিয়ার আলম লিমন (২৫) কে কামড়িয়ে গুরুতর আহত করে। শাহরিয়ার আলম লিমনকে আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ৮ টায় হঠাৎ করে শাহরিয়ার আলম লিমনকে কামড় দেয় এবং বিগত কয়েকদিন ধরে ঘোষপাড়া গ্রামের রাস্তায় চলাচলকারী ১০ টি গরু ও ৬ টি ছাগলকে কামড় দিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শেয়ালটিকে মেরে ফেলতে চাইলে শেয়ালটি পালিয়ে যায়। এতে করে এলাকায় শেয়াল আতঙ্ক বিরাজ করছে।

তালজাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১