মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

তাড়াইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত ছাত্রলীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

তাড়াইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত ছাত্রলীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ তাড়াইল উপজেলা শাখার নবগঠিত ছাত্রলীগ কমিটির নেতাকর্মীরা তাড়াইল উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) বিকাল ৩ টার দিকে কিশোরগঞ্জ থেকে ইসমাইল সিরাজীর নেতৃত্বে প্রায় পাঁচশত মোটরসাইকেল বহর নিয়ে তাড়াইল উপজেলা বালুর মাঠে অবস্থান করে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। নেতাকর্মীদের মধ্যে নবগঠিত তাড়াইল উপজেলা ছাত্রলীগ কমিটির নতুন সভাপতি ইসমাইল সিরাজী ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত আজহারুলের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
এর পর তাড়াইল উপজেলা প্রশাসন, তাড়াইল উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ এ পথচলায় মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর হাতে গড়া এ সংগঠনটি।

১৯৪৮ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বৃহৎ এ ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেন। একই বছর রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে নামেন সংগঠনের নেতাকর্মীরা। এরপর বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন ও এগারো দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের সরকারবিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল।

ছাত্রলীগ সভাপতি ইসমাইল সিরাজী বলেন, ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার পরিকল্পিত ‘স্মার্ট বাংলাদেশের’ নেতৃত্ব দেবে ছাত্রলীগ, এটিই আমাদের সংকল্প।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১