শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

সুবর্ণচরে পরিবহণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা

সুবর্ণচরে পরিবহণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সুবর্ণচরে বাংলাদেশ অটোরিক্সা (অটোটেম্পু) হালকাযান পরিবহণ শ্রমিক ফেডারেশন নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলার হারিছ চৌধুরী বাজারে অবস্থিত সংগঠনটির অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতির অনুমতি ক্রমে সাধারন সম্পাদক গোলাম ফারুক সাক্ষরিত গত ৩১ জানুয়ারী ২০২৩ সুবর্ণচর ৪০ জন বিশিষ্ট একটি নতুন কমিটির অনুমোদন দেন এতে অলি উদ্দিন হাওলাদারকে সভাপতি, সালা উদ্দিনকে সাধারন সম্পাদক ও আবু্ল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪০ জনের কমিটির তালিকা প্রকাশ করা হয়।

বাংলাদেশ অটোরিক্সা (অটোটেম্পু) হালকাযান পরিবহণ শ্রমিক ফেডারেশন নব কমিটির সাধারন সম্পাদক সালা উদ্দিনের সভাপতিত্বে পরিচিতি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অটোরিক্সা (অটোটেম্পু) হালকাযান পরিবহণ শ্রমিক ফেডারেশন সুবর্ণচর শাখার সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা ও সমাজ সেবক অলি উদ্দিন হাওলাদার, নুরনবী, ছানা উল্যাহসহ অন্যান্য শ্রমিক নেতা।

সংগঠনের নেতারা বলেন, ভূয়া পরিচয় দিয়ে রাস্তায় চাঁদাবাজি করা যাবেনা যারা চালক কিংবা মালিক নয় এমন লোকের সংগঠনে কোন স্খান নেই, চালক মালিক ঐক্যবদ্ধ থাকলে সকল চাঁদাবাজ ধান্ধাবাজী পালাতে বাধ্য হবে।

পরে নব কমিটি অভিষেক উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০