বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগ এবং ইংরেজি বিভাগের ১৫ মেধাবী শিক্ষার্থী ট্রাস্ট ফান্ড বৃত্তি লাভ করেছেন।
এর মধ্যে গণিত বিভাগের ৭ শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান ট্রাস্ট ফান্ড’ বৃত্তি এবং ইংরেজি বিভাগের ৮ শিক্ষার্থীকে ‘মাজেদা খাতুন মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
‘মাজেদা খাতুন মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ বৃত্তিপ্রাপ্তরা হলেন মো. রোজিবুল ইসলাম, নিপু খান, মোহাম্মদ জোবায়ের ইসলাম, তানজিম সাদিয়া সেঁজুতি, মোছা. উষা ইবনে জাহান সুবর্ণা, এশরাত জাহান রুনা, সুমি আক্তার এবং মোহাম্মদ ইউসুফ।
‘অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান ট্রাস্ট ফান্ড’ বৃত্তিপ্রাপ্তরা হলেন- মো. আলমগীর মিয়া, মো. আসাদুজ্জামান, মো. রাকিবুল, শারমিন পারভিন, শ্রাবনী রানী আচার্য্য, মো. সোলায়মান হোসেন ও তানজিনা বিথী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, বৃত্তি প্রদানের মাধ্যমে অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এ ধরনের বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুদানের জন্য তিনি ট্রাস্ট ফান্ডের দাতাদের ধন্যবাদ জানান।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. জেরিন আলম, গণিত বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক শাপলা শিরিনসহ কয়েকজন শিক্ষক ও দাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।