শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
মোস্তাফিজুর রহমান সুজনঃ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে পেট্রোলের আগুনে পুড়ে ছাই হয়েছে গনি মিয়া (৩০) নামের এক ব্যবসায়ীর স্বপ্ন।
সকাল সাড়ে ৭টা নাগাদ উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালি এলাকায় এই দূর্ঘটনা ঘটে এতে ঐ ব্যবসায়ী আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
আঃ গনী মোল্লা ছোটবাইশদিয়া ইউনিয়নের গহীনখালী গ্রামের মোঃ আহাদ আলী মোল্লার ছেলে স্থানীয় ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়।
ঐ ব্যবসায়ী সকালে চায়ের জন্য পানি গরম করতে দিয়ে দোকানের বাইরে পুকুরে যায় এসে দেখে দোকানে মধ্যে আগুন ছড়িয়ে পরছে।
ধারনা করা হচ্ছে পাশে থাকা পেট্রোলের বোতল কাত হয়ে গ্যাসের চুলার আগুনের ওপরে পরে যায় এবং সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে।
রাঙ্গাবালী উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন না থাকার কারণে আগুন নেভানোর কোন ব্যবস্থা হয়নি ভুক্ত ভোগী সহ এলাকার মানুষ রাঙ্গাবালীতে একটি ফায়ার স্টেশন করার দাবি জানান।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ঘটনাটি আমরা আমলে নিয়েছি এটি দুর্ঘটনা নাকি কারো পরিকল্পিত তা খতিয়ে দেখছি।
পেট্রোলের আগুন দ্রুত ছরিয়ে পরার কারনে পানি দিয়ে নিভাতে সক্ষম হয়নি বলে জানান স্থানীয় প্রতিবেশী লোকজন।