বুধবার, ১৪ মে ২০২৫

শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই ইয়াবাসহ আটক- ২

শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই ইয়াবাসহ আটক- ২

শাহজাহান সাজু, মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এলাকায় ৩৪ পিছ ইয়াবাসহ শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই চিনু লাল রায় (৪৩), ও মোঃ শাফাল মিয়া(৩৮) নামে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবির একটি টিম শ্রীমঙ্গল শহরের স্টেশন এলাকার সোনার বাংলা রোডের পপুলার টি হাউজের সামনে থেকে আসামিদ্বয়কে আটক করা হয়।

আসামি চিনু লাল রায়ের দেহ তল্লাশী করে তার পরনের নীল রঙের জিন্সের প্যান্টের পকেট থেকে ১৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। অপর আসামি শাফাল মিয়ার দেহ তল্লাশী করে তার পরনের জ্যাকেটের পকেট থেকে ২০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
দুজনের হেফাজত থেকে মোট ৩৪ পিছ ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১০ হাজার ২০০ টাকা।
আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১