মঙ্গলবার, ১৩ মে ২০২৫
আবু সাঈদ শাকিল, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় জনবল সংকটের কারণে উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে জনবল না থাকায় উপজেলার প্রায় ৫ লক্ষ মানুষ তাদের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘ সময় পর্যন্ত জনবলসঙ্কটে থাকলেও এ ব্যাপারে যথাযথ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সেবা প্রার্থীরা তাদের কাঙ্খিত সেবা নিতে আসলে ও জনবল সংকটে থাকায় তারা ফিরে যেতে হচ্ছে।
উপজেলা বিভিন্ন দপ্তরে ৬১১ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও আছে ৪১৬ জন। উপজেলা আরো ১৯৫ জন কর্মকর্তা-কর্মচারী শূন্য পদ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য শূন্য পদ রয়েছে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ে সেখানে ১০২ থাকার কথা থাকলে ও আছে ৬৩ জন শূন্য পদ রয়েছে ৩৯, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কার্যালয়ে ১১২জন জায়গায় আছে ৭৩ জন শূন্য পদ ৩৯,উপজেলা নির্বাহী অফিসে ২১জন থাকার কথা থাকলে ও আছে ১২জন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ৩৯ জনের মধ্যে আছে ২৭জন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ১৫ জনের মধ্যে আছে ৫জন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১০জনের মধ্যে আছে ৩জন, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ২১জনের মধ্যে আছে ১২জন।
এছাড়া ও খাদ্য নিয়ন্ত্রক অফিসে ২, ফায়ার সার্ভিস ও সিভিল ডিভিশনে ৫, সহকারী সেটেলমেন্ট অফিসে ১১, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ২, উপজেলা পরিসংখ্যান অফিসারের কার্যালয়ে ২, উপজেলা প্রাণিসম্পদ অফিসে ৪,উপজেলা নির্বাচন অফিসে ৪, উপজেলায় রেঞ্জ অফিসে ৬,পল্লী সঞ্চয় ব্যাংক ২, উপজেলা সমাজসেবা অফিসে ৪,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১৩, উপজেলা মৎস্য অফিসে ২, উপজেলা হিসাব রক্ষণ অফিস ৫, উপজেলা ভূমি অফিসে ৩জন করে শূন্য পদ রয়েছে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবা উল আলম ভূঁইয়া কাছে জানতে চাইলে তিনি বলেন, এরই মধ্যে উপজেলা শূন্য পদের বিষয়ে আমি অবগত হয়েছি এবং শূন্য পদের তালিকা ডিসি মহোদয়ের নিকট পাঠানো হয়েছে। এ ব্যাপারে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।