মঙ্গলবার, ৬ মে ২০২৫

সাপাহার একই রাত দুইটি চুরি সংঘটিত

সাপাহার একই রাত দুইটি চুরি সংঘটিত।

তোফায়েল আহমেদ, সাপাহার প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে একই রাতে দুইটি চুরি সংঘটিত হয়ছে। জানা গেছে গত শুক্রবার দিবাগত রাত আনুমান তিনটায় উপজেলার শিমুল ডাঙ্গা গ্রামর রফিকুল ইসলাম (মাস্টার) এর বাড়ীর ইটের প্রাচীরে সিঁদ কেটে গোয়াল ঘর হতে গাভী, বাকন ও একটি এঁড়ে বাছুর সহ মাট ৩টি গরু যার আনুমানিক মূল্য ২লক্ষ টাকা এবং পার্শ্ববর্তী গ্রাম মদনশিং সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ একটি পুকুর খনন কাজ ব্যবহৃত দু’টি এসকভটর (ভেকু মেশিন)এর কাঁচ ভঙ্গে ৪টি শক্তিশালী ব্যটারী যার আনুমানিক মূল্য ১লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে।

গরু চুরি সম্পর্কে রফিকুল মাস্টার জানান, প্রতি দিনের ন্যায় তারা ওই রাতেও রাতের খাবার পর নিজ নিজ ঘর শুয়ে পড়ে গভীর রাত তারা সবাই বিভোর ঘুমে ঘুমিয়ে পড়লে সুযাগ বুঝে মধ্য রাত আনুমানিক দুইটার দিকে তার বাড়ীর একটি ইটর প্রাচীর সিঁদ কেটে বাড়ীতে প্রবেশ করে এবং তার গায়াল থাকা ৩টি গরু চুরি করে নিয়ে যায়।

এছাড়া এসকভটরর মালিক পাবনা জেলার রনজু খান ও মহাদবপুর উপজলার আলমগীর জানান, ওই পুকুর মাটি কেটে রাত সাড় ১১টার দিক কাজ বন্ধ কর ড্রাইভার হেলপার সবাই নিজ আস্তানায় এসে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে আনুমানিক তিনটার দিকে তাদর মেশিনের গ্লাস ভেঙ্গে ভিতর প্রবেশ করে দু’টি মশিনের মধ্যে থাকা শক্তিশালী ৪টি ব্যাটারী চুরি করে নিয়ে যায়। সকাল পুনরায় কাজ করত গিয় তারা বিষয়টি জানত পারে।

বিষয়টি তারা স্থানীয় থানায় জানাবন কিনা তা নিয়ে ভাবছেন বলেও জানিয়েছন। হঠাৎ করে সাপাহার উপজলা সদর সহ বিভিন গ্রাম এবং রাস্তায় ইজিবাইক সহ ছোট ছোট যানবাহন গুলি আটকিয় ছিনতাই ও চালকাকে জিম্মি করে গাড়ী সহ টাকা পয়সা,মোবাইল ছিনতাইয়ের ঘটনা দিন দিন বদ্ধি পাওয়ায় উপজলাবাসী শঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছে। সচতন মহল সহ উপজলাবাসী আইন শৃংখলার উনতিকল্পে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণর জন্য কর্তপক্ষর দৃষ্টি কামনা করছেন।

এবিষয় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির এর সাথ কথা হল তিনি জানান, এখনও থানায় কোন অভিযাগ আসেনি তবে আসলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়াজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১