মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

শেয়ার কিনেছেন শীর্ষ ৬ কোম্পানির বিনিয়োগকারীরা

কোম্পানির বিনিয়োগকারী

বিদায়ী সপ্তাহে (১০-১৩ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ইস্টার্ন হাউজিং, সোনালী পেপার, ইন্দোবাংলা ফামা, জেএমআই হসপিটাল, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, সী-পার্ল হোটেল এবং পেপার প্রসেসিং।

শীর্ষ দশ কোম্পানির মধ্যে ৬ কোম্পানির শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা। যার কারণে সপ্তাহজুড়ে লেনদেন বৃদ্ধির পাশাপাশি দর বৃদ্ধিতেও এগিয়েছিল এই ৬ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ইস্টার্ন হাউজিং, সোনালী পেপার, ইন্দোবাংলা ফামা, ওরিয়ন ইনফিউশন, সী-পার্ল হোটেল এং পেপার প্রসেসিং।

বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিগুলোর লেনদেন যেমন বেড়েছে, শেয়ারদরও বেড়েছে। চলতি সপ্তাহে যদি বিনিয়োগকারীদের আগ্রহ থাকে তাহলে কোম্পানিগুলোর দর ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকতে পারে। আর যদি বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলে অথবা অন্য কোম্পানির দিকে নজর বেশি দেয় তাহলে দরে সংশোধন হতে পারে।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার সপ্তাহজুড়ে ১ কোটি ৮১ লাখ ৩৫ হাজার ২৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৬ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৪৭ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১০ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১২৭ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৭ টাকা ১০ পয়সা বা ১৫.৪৫ শতাংশ।

লেনদেনের চতুর্থ দখল করেছে সোনালী পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২১ লাখ ৪৬ হাজার ৪২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৩ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৩৭ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৬৯৯ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭৮৪ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৮৫ টাকা ২০ পয়সা বা ১২.১৮ শতাংশ।

লেনদেনের চতুর্থ দখল করেছে ইন্দোবাংলা ফামা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৮৩ লাখ ৬ হাজার ২৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২২ কোটি ২৮ লাখ ৭৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৫৩ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ২১ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২৭ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা বা ৩০.৪৮ শতাংশ।

তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২ লাখ ৪৮ হাজার ৯০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৮ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.২৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৭৫৩ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯৫১ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৯৮ টাকা ৬০ পয়সা বা ২৬.২২ শতাংশ।

তালিকার অষ্টম স্থানে রয়েছে সী-পার্ল হোটেল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৪ লাখ ৭২ হাজার ৪০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৫ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.১৯ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৩১ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৪১ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১০ টাকা ৩০ পয়সা বা ১১.৬৩ শতাংশ।

পেপার প্রসেসিং লেনদেন তালিকার নবম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৪ লাখ ৬৯ হাজার ৬৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৬ কোটি ৩০ লাখ ৫৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৯৯ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৪৫ টাকা ২০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২৮৭ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৪১ টাকা ৮০ পয়সা বা ১৭.০৫ শতাংশ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০