বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

বিপাকে পড়েছেন শীর্ষ ৪ কোম্পানির বিনিয়োগকারীরা

বিনিয়োগকারী

বিদায়ী সপ্তাহে (১০-১৩ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ইস্টার্ন হাউজিং, সোনালী পেপার, ইন্দোবাংলা ফামা, জেএমআই হসপিটাল, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, সী-পার্ল হোটেল এবং পেপার প্রসেসিং।

লেনদেনের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে ৬ কোম্পানির বিনিয়োগকারীরা স্বস্তিতে থাকলেও ৪ কোম্পানির বিনিয়োগকারীদের মন বেজায় খারাপ। কারণ চাঙ্গা বাজারেও এই চার কোম্পানির শেয়ারদর কমেছে। কোম্পানিগুলো হলো- ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, জেএমআই হসপিটাল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বড় বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে কোম্পানিগুলোর দর কমেছে। চলতি সপ্তাহে বড় বিনিয়োগকারীদের বিক্রির চাপ অব্যাহত থাকলে কোম্পানিগুলোর শেয়ারের দর আরও কমতে পারে। আর যদি বিনিয়োগকারীরা কেনার মেজাজে ফিরে আসেন, তাহলে কোম্পানিগুলোর শেয়ারদর ঊর্ধ্বমুখি হতে পারে।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ফার্মা । সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৫ লাখ ৫৬ হাজার ২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪২৩ কোটি ৭১ লাখ ২৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.৭৭ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৪৮ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৩৩ টাকা ৭০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১৪ টাকা ৩০ পয়সা বা ৯.৬৬ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৭৯ লাখ ৭ হাজার ২২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৩ কোটি ৫ লাখ ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৫১ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৩১ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৩০ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ০.৮৪ শতাংশ।

লেনদেন তালিকার পঞ্চম স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯২ লাখ ৫৬ হাজার ২০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৩৩ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৩০ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১২৪ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৫ টাকা ৭০ পয়সা বা ৪.৩৮ শতাংশ।

লেনদেন তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৫০ লাখ ৪৬ হাজার ৯৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৮ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.২৫ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৩৩ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩১ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৬.৬৩ শতাংশ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০