সোমবার, ৫ মে ২০২৫

জামালপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

জামালপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত pallibarta

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রেনে কাটা পড়ে খাইরুল ইসলাম শাকিল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে মেলান্দহ পৌরসভার মেঘারবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. খাইরুল ইসলাম শাকিল উপজেলা মাহমুদপুর ইউনিয়নের পাচপয়লা গ্রামের মজিবুর রহমানের ছেলে। রেলওয়ে পুলিশ জানায়, সকালে মেলান্দহ পৌরসভার মেঘারবাড়ী দক্ষিণপাড়া এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পড়েন শাকিল। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের বাবা মজিবুর রহমান বলেন, ভোরে পরিবারের সবার অজান্তে বাড়ি থেকে বেরিয়ে পড়ে শাকিল। মৃত্যুর খবর পেয়ে এসে দেখি আমার ছেলেই মারা গেছে। জামালপুর রেলওয়ে থানার (ওসি) মো. গুলজার হোসেন বলেন, ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরি করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১