শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

তাড়াইলে বিদেশি মদ ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

তাড়াইলে বিদেশি মদ ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক pallibarta

কিশোরগঞ্জের তাড়াইলে ৪৮ বোতল বিদেশি মদ ও ২৫০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে থানা পুলিশ। ২৫ আগস্ট/২২ গভীর রাতে তাড়াইল বাজারের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও গাঁজা সহ ৫ জনকে গ্ৰেফতার করেছে তাড়াইল থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।

গ্ৰেফতারকৃত আসামিরা হলেন— শান্ত ভৌমিক (২০), সোহেল মিয়া (২২), শাহিন মিয়া (৩০), পিয়াস পাল (২৩) ও রাসেল মিয়া (৩২)। তারা সবাই তাড়াইল বাজারের কাঠপট্টি এলাকার বাসিন্দা। পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৪৮ টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা। এছাড়াও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তাড়াইল থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানান, বিদেশি মদ ও গাঁজা মজুদ রাখার বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আসামিরা। অবৈধভাবে এসব মাদক দ্রব্য হেফাজতে রাখার দায়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)এর টেবিল ২৪ (খ)১৯ (ক) ৪১ ধারায় আসামিদেরকে গ্ৰেফতার করা হয়েছে। প্রেস ব্রিফিং শেষে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০