মঙ্গলবার, ৬ মে ২০২৫

জয়পুরহাট জেলা জামায়াতের শীর্ষ ৪ নেতা আটক

জয়পুরহাট জেলা জামায়াতের শীর্ষ ৪ নেতা আটক ।
জয়পুরহাটের কালাই পৌর শহর থেকে সাম্প্রদায়িক হামলার পরিকল্পনাকালে জেলা জামায়াতের আমীরসহ ৪ শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে কালাই পৌর শহরের সোনালী ব্যাংক শাখার নিচতলার একটি দোকানে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জয়পুরহাট জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ (৫৮), সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, জেলা জামায়াতের সদস্য নুরুজ্জামান সরকার (৫৯) এবং কালাই উপজেলা জামায়াতের আমির মুনছুর রহমান।

জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকরা সোমবার বিকেলে কালাই পৌর শহরের সোনালী ব্যাংক শাখার নিচতলার একটি দোকানে বসে সাম্প্রদায়িক হামলার পরিকল্পনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।

এদিকে, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১