মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
মজুরি বৃদ্ধির দাবিতে এখনো হবিগঞ্জে চা বাগানগুলোতে আন্দোলন চলছে। দৈনিক মজুরি ৩০০ টাকা বাস্তবায়নের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
এদিকে মজুরি নির্ধারণের বিষয়টি নিয়ে মঙ্গলবার চা শ্রমিক নেতাদের নিয়ে শ্রীমঙ্গলে বৈঠকে বসে বাগান কর্তৃপক্ষ। বেলা পৌনে ২টা পর্যন্ত বৈঠক চলছিল। তবে কোনো সমাধান হয়নি।
শ্রমিকরা দৈনিক মজুরি ৩০০ টাকা দাবি করলেও বাগান কর্তৃপক্ষ ১২০ টাকা থেকে ১৪ টাকা বাড়িয়ে ১৩৪ টাকা করতে রাজি হয়েছেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দরকষাকষি চলছিল।
মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন জেলার ২৪টি বাগানের শ্রমিকরা। বিভিন্ন বাগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এ সময় তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। প্রয়োজনে বুধবার মহাসড়ক অবরোধেরও হুমকি দেন।
কামাইছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি বিমল ভর বলেন, বৈঠক চলছে কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। আর যদি আমাদের ৩০০ টাকা দৈনিক মজুরির দাবি পূরণ হয় তবে আমরা বুধবার থেকে কাজে যোগ দেব।
দাড়াগাঁও চা বাগান পঞ্চায়েত সভাপতি প্রেমলাল আহির বলেন, বলা হয় আমাদের নাকি বাড়ি, চিকিৎসা, শিক্ষার জন্য মোট ৪০৩ টাকা দেওয়া হয়। বাস্তবে আমাদের দেয়া হয় মাত্র ১২০ টাকা। এ দিয়ে কেমন করে চলে। এক হালি ডিমের দাম যেখানে ৬০ টাকা সেখানে ১২০ টাকায় কি হয়। আমাদের দাবি ৩০০ টাকা মাত্র। এর থেকে কম হলে তা আমরা মানব না। প্রয়োজনে বুধবার থেকে আমরা মহাসড়ক অবরোধ করব।