মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

৩৩ বস্তা ভিজিডির চালসহ যুবক আটক

৩৩ বস্তা ভিজিডির চালসহ যুবক আটক ।
হবিগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিডি) ৩৩ বস্তা চালসহ আব্দুর রহমান (৩২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মাছুলিয়া পূর্বপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রহমান আব্দুর রহমান সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, সকাল থেকে তেঘরিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে উপকারভোগীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ করা হয়। এসময় ভিজিডির চাল পাচার হচ্ছে জানতে পেরে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ৩৩ বস্তা চালসহ আব্দুর রহমানকে আটক করা হয়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০