শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় পারভেজ শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১০ জুলাই) সকালে মাঝখান্দি- ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ঘাট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পারভেজ সাতৈর ইউনিয়নের নাওড়াকান্দি রামদিয়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের দিন সকাল ১০টার দিকে দুই তরুণ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ঘাট বাজারের সায়েনের দোকানের সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির ওপর আছড়ে পড়ে। এতে মোটরসাইকেল চালক পারভেজ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
অপর আরোহী একই গ্রামের ইলিয়াস শেখের ছেলে শহিদুল শেখ মারাত্মকভাবে আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়।
সেখানে চিকিৎসাধীন তিনি।