শুক্রবার, ২ মে ২০২৫

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধ, কমেছে টোল আদায়

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধ করে দেওয়ায় প্রথম দিনের তুলনায় প্রায় পৌনে ১ কোটি টাকা টোল আদায় কম হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সেতু কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, জাজিরা প্রান্তে ৯৯ লাখ ৩৮ হাজার ৫৫৯ টাকা ও মাওয়া প্রান্তে ৯৯ লাখ ৪৭ হাজার টাকা। এর মধ্যে জাজিরায় ৭ হাজার ৬৬৮টি ও মাওয়ায় ৭ হাজার ৬৬১টি যানবাহন পারাপার হয়।

প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় ১ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা টোল আদায় করা হয়। এ সময় ১৫ হাজার ৪২৯টি যানবাহন পার হয়েছে। গত রোববার ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছিল। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে।

তিনি আরও বলেন, প্রথম ২৪ ঘণ্টায় মোটরসাইকেল ৭৫ ভাগ পারাপার হয়। কিন্ত গতকাল মোটরসাইকেল বন্ধ থাকায় টোল আদায় কম হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১