শুক্রবার, ২ মে ২০২৫
পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধ করে দেওয়ায় প্রথম দিনের তুলনায় প্রায় পৌনে ১ কোটি টাকা টোল আদায় কম হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, জাজিরা প্রান্তে ৯৯ লাখ ৩৮ হাজার ৫৫৯ টাকা ও মাওয়া প্রান্তে ৯৯ লাখ ৪৭ হাজার টাকা। এর মধ্যে জাজিরায় ৭ হাজার ৬৬৮টি ও মাওয়ায় ৭ হাজার ৬৬১টি যানবাহন পারাপার হয়।
প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় ১ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা টোল আদায় করা হয়। এ সময় ১৫ হাজার ৪২৯টি যানবাহন পার হয়েছে। গত রোববার ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছিল। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে।
তিনি আরও বলেন, প্রথম ২৪ ঘণ্টায় মোটরসাইকেল ৭৫ ভাগ পারাপার হয়। কিন্ত গতকাল মোটরসাইকেল বন্ধ থাকায় টোল আদায় কম হয়েছে।