মঙ্গলবার, ৬ মে ২০২৫

নির্মাণ শ্রমিকদের পিটিয়ে হাসপাতালে পাঠালেন উপজেলা চেয়ারম্যান

পটুয়াখালীর কলাপাড়ায় চার নির্মাণ শ্রমিককে স্টিলের পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করলেন উপজেলা চেয়ারম্যান। শুক্রবার (১ জুলাই) দুপুরে পৌর শহরের এতিমখানা এলাকায় নির্মাণাধীন মশিউর ইনফ্রাস্টাকচার লি. ৭ তলা ভবনের চার নির্মাণ শ্রমিককে স্টিল পাইপ দিয়ে বেধড়ক পিটিয়েছেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান।

এ ঘটনায় শনিবার (২ জুলাই) দুপুরে রাকিবুল আহসান ও তার পুত্র রাহাতের বিরুদ্ধে নির্মাণাধীন ভবনের সাইট ইঞ্জিনিয়ার মো. অহিদুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে গুরুতর আহত নিৰ্মাণ শ্রমিক আবুল কালাম(৫০) ও চুন্নু মিয়াকে (৩৫) চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পর নিরাপত্তার অভাবে তারা হাসপাতাল ছেড়েছেন। অপর আহত নির্মাণ শ্রমিক খাদেম (৬০) ও উজ্জ্বলকে(৩২) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নির্মাণ শ্রমিকদের সর্দার মিন্টু মোল্লা জানান, নির্মাণাধীন ভবনের ৬ তলার সিলিং প্লাস্টারের কাজ করছিল শ্রমিকরা। এ সময় বাতাসে বালু উড়ে গিয়ে পাশের উপজেলা চেয়ারম্যানের বাস ভবনের ওপর পড়ায় তিনি শ্রমিকদের গালিগালাজ করতে শুরু করেন। এক পর্যায়ে তিনি ভবনের ওপরে উঠে স্টিলের পাইপ দিয়ে শ্রমিকদের এলোপাতাড়িভাবে পেটাতে শুরু করেন। এতে ৪ শ্রমিক গুরুতর আহত হয় এবং অন্যরা ভয়ে দৌড়ে ভবন থেকে পালিয়ে যায়।

নির্মাণাধীন ভবনের সাইট ইঞ্জিনিয়ার মো. অহিদুল ইসলাম জানান, শ্রমিকদের নিরাপত্তা ও ওপর থেকে নির্মাণ সামগ্রী ছিটকে যাতে নিচে না পড়তে পারে, সেজন্য ত্রিপল টানিয়ে তা নিশ্চিত করে ভবনটির নির্মাণ কাজ চলছে। শুক্রবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ও তার পুত্র অহেতুক শ্রমিকদের পিটিয়ে গুরুতর আহত করেন। এছাড়া নির্মাণ কাজ বন্ধ না করলে শ্রমিকদের আরও ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করার হুমকি প্রদর্শন করেন। তিনি আরও জানান, উপজেলা চেয়ারম্যান এর আগেও নির্মাণ শ্রমিকদের একাধিকার গালিগালাজসহ কাজ না করতে ভীতি প্রদর্শন করেছেন। তবে কী কারণে ভবনটির নির্মাণ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তা বুঝতে পারছেন না তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান বলেন, ভবন মালিকসহ শ্রমিকদের বার বার বলার পরও নির্মাণাধীন ভবন থেকে নির্মাণ উপকরণ ছিটকে পড়া বন্ধ করেনি। এতে বাসায় চলাফেরা করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঘটনার দিনও ওপর থেকে কাঠের টুকরো ছিটকে পড়ায় দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়ায় তিনি দুই শ্রমিককে কাঠের টুকরো দিয়ে দু’একটা আঘাত করেছেন। তবে এতে হাসপাতালে চিকিৎসা নেয়ার মতো পরিস্থিতি হয়নি বলে দাবি তার। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১