বুধবার, ১৪ মে ২০২৫
স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। রোববার (২৮ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় খালেদা জিয়ার গাড়ি। তিনি আরও বলেন, স্বাস্থ্য পরীক্ষা শেষে পরবর্তী সিদ্ধান্তের বিষয়ে জানাবেন মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে, গত ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান খালেদা জিয়া। রাতেই আবার বাসায় ফেরেন তিনি। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন। উল্লেখ্য, ২০২১ সালে শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন খালেদা জিয়া। পরে চলতি বছরের ২৪ জুন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।